তেরখাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১৬:৫৬

তেরখাদা প্রতিনিধিঃ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে. এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলাতানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন থানার অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল হক ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এম মতিয়ার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা। সভা পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা।

Leave a Reply