কাউখালী থানার নবাগত অফিসার ইনচার্জের মত বিনিময়

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১৪:২৬

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীতে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে কাউখালী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান রবিবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তার অফিস কক্ষে মত বিনিময় করেছেন। সৌহার্দ্যপূর্ণ এই মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। মাদক, কিশোরগ্যাঙ্ন, বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান। এ সময় অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গাজী মোঃ আনোয়ার হোসেন, মেহেদী হাসান নয়ন, মোঃ নুরুজ্জামান খোকন, অধ্যাপক মোহাম্মদ সাইদুল কবির (বশির), মোঃ এনামুল কিবরিয়া মেহেদী, মোঃ আল-আমিন, মোঃ হাবিবুর রহমান প্রমূখ।

Leave a Reply