যশোর অফিস : মণিরামপুরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৬২ টি দোকান ও একটি ভবন ভেঙ্গে মালামাল লুটপাটের ঘটনায় সাবেক মন্ত্রী স্বপন ভট্টাচার্য চাঁদসহ ৬ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক একেএম ইউনুচ আলম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছন বাদীর আইনজীবী এমএ গফুর।
অপর আসামিরা হলো, মণিরামপুরের পাড়ালা গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে আব্দুল লতিফ, হানুয়ার গ্রামের চাকলাপাড়ার আলাউদ্দিনের ছেলে সালাউদ্দিন বাবলা, মৃত গোপিনাথ বাধুর চেলে ভিম কুমার সাধু, মৃত খোরশেদ আলীর ছেলে মহিদুল ইসলাম ও গোলাম গাজীর ছেলে মিলন হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পুরাতন ও সনামধন্য বিদ্যাপিট। এ বিদ্যালয়ের অনেক সম্পদ আছে। ২০১৯ সালের ২ নভেম্বর সকালে আসামিরাসহ অপরিচিত ২৫/৩০ জন পরিকল্পিত ভাবে বিদ্যালয়ের সামনে ও পাশের ৬২ টি ভাড়া দেয়া দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। যাতে বিদ্যালয়ের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া আসারিমা একই সময় বিদ্যালয়ের একটি ভবন ভেঙ্গে ইট, খোয়, জানালা-দরজা নিয়ে যায়। যাতে বিদ্যালয়ের ১২ লাখ টাকার ক্ষতি হয়। আসামিরা বিদ্যালয়ে এ দোকান ও ভবন ভেঙ্গে জমি নিজেদের দখল নেয়ার পরিকল্পনা করেছিল। আসামিরা রাজনৈতক ভাবে প্রভাবশালী হওয়ায় প্রধান শিক্ষক তাদের বাধা দিতে সাহস পাননি। বর্তমানে পরিবেশ অনুকুলে আশায় তিনি আদালতে এ মামলা করেছেন।
Leave a Reply