ডুমুরিয়ায় ট্রাকের চাপায় নারী পুলিশ সদস্য নিহত

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১২:০৬

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক মহিলা পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে গুটুদিয়া ফুটবল মাঠের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, ডুমুরিয়া থানায় কর্মরত মহিলা পুলিশ কনস্টেবল ফারজানা খাতুন(২৮) একটি মটর সাইকেল যোগে খুলনা থেকে তার কর্মস্থল ডুমুরিয়া থানায় ফিরছিলেন। মটর সাইকেলের পেছনে ছিলেন তিনি। চালক ছিলেন তার ভাই নাহিম এবং মাঝে ছিলো ফারজানার শিশু পুত্র আরিয়ান(৫)। মটরসাইকেলটি গুটুদিয়া ফুটবল মাঠের সামনে একটি বালির ট্রাক (খুলনা মেট্রো শ-১১-০৪৪৫) ওভারটেকের সময় পেছন থেকে পুলিশ কনস্টেবল ফারজানা ছিটকে পড়ে। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রান হারান তিনি। তবে মটর সাইকেল চালক ও শিশুপুত্র সুস্থ আছেন।
প্রত্যক্ষদর্শী ডা: শংকর মহলদার জানান, দেখলাম মটর সাইকেলটি ট্রাককে অতিক্রম করে যাচ্ছে। রাস্তা খারাপ থাকায় ট্রাকটি ডানে চাপালে মটর সাইকেলও ডান দিকে চাপায়। এসময় মটর সাইকেলের পেছনে বসা পুলিশ কনস্টেবল পড়ে গিয়ে ট্রাকের চাকার তলে পড়ে।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক জানান, নিহত ফারজানা বাংলাদেশ পুলিশের একজন মহিলা কনস্টেবল। সে ডুমুরিয়া থানায় কর্মরত। তার ভাই ও শিশু সুস্থ আছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ফারজানা সাতক্ষীরা সদরের নারিকেলতলা এলাকার বাসিন্দা।

Leave a Reply