কানপুরের করুণ দশা, চট-কাপড়ে শুকানো হচ্ছে মাঠ

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১৪:২৮

ক্রীড়া প্রতিবেদক : উত্তর প্রদেশের কানপুর স্টেডিয়ামে ক্রিকেটের প্রত্যাবর্তন খুব একটা সুখকর হলো না এখন পর্যন্ত। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠের সবশেষ টেস্ট বাঁধা পেয়েছিল দূষণের কারণে। সেবার দৃষ্টিসীমা নেমে এসেছিল অনেকখানি। এরপর বাংলাদেশের বিপক্ষে ২০২৪ সালের টেস্ট। মাঝের তিন বছরে কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটেরই আয়োজন হয়নি এখানে।

উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের হোম ভেন্যু অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম। সংক্ষেপে যাকে একানা স্টেডিয়াম নামেও চেনে ক্রিকেট দুনিয়া। কানপুরের গ্রিন পার্ক তাই অবহেলিত। কিন্তু ঠিক কতটা অবহেলিত তার নমুনা পাওয়া গেল বাংলাদেশ-ভারতের চলমান টেস্টের তৃতীয় দিনে এসে। সকাল থেকে বৃষ্টি হয়নি, তবু মাঠ শুকিয়ে নেয়া হয়নি এখন পর্যন্ত।

উত্তর প্রদেশের স্থানীয় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, মাঠের ভেতরে অনেক জায়গায় পানি জমে আছে এখনো। যে কারণে আম্পায়াররা দুবার মাঠ পর্যবেক্ষণ করেও খেলা শুরুর সময় জানাতে পারেননি। বাউন্ডারি লাইনের কাছে অনেক জায়গায় এখন বেশ অনেকটাই পানি জমা।

মাঠের পুরাতন দিনের রোলারগুলো দিয়ে পানি বের করে নেয়ার প্রাণান্ত চেষ্টা চলছে। তবে তাতেও খুব বেশি সুফল না মেলায় মাঠকর্মীরা নেমে পড়েছেন কাপড় আর চট হাতে। তা দিয়েই আপাতত জমে থাকা পানি সরিয়ে নেয়ার কাজ চলছে কানপুরের গ্রিন পার্কে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় পরেরবার মাঠ পর্যবেক্ষণে নামবেন আম্পায়াররা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ তৃতীয় দিনের খেলা শুরু হতেও দেরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল আগেই। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় গতকাল রাতভর বৃষ্টি হওয়ায় তারা এই শঙ্কার কথা জানায়। এমনিতে ম্যাচ শুরুর নির্ধারিত সময় সকাল ১০টা। এর আগে টেস্টের প্রথমদিনের খেলাও ‍নির্ধারিত সময়ের চেয়ে একঘণ্টা পিছিয়ে ১১টায় শুরু হয়েছিল।

কানপুর টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হয়। এরপর প্রথম সেশন শেষে বিরতির পর কিছুক্ষণ খেলা হতে আলোকস্বল্পতায় ম্যাচ বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি শুরু হলে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় খেলা। ফলে শুক্রবার গোটা দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ। ৬ রান নিয়ে উইকেটে আছেন মুশফিকুর রহিম। অপর অপরাজিত ব্যাটার মুমিনুল হকের সংগ্রহ ৪০ রান।

Leave a Reply