ভয়েজ ডেস্ক : বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিল এক্স ক্যাডেট খুলনা। গতকাল বিকালে সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লে: কর্ণেল মোঃ কামরুল ইসলাম (বিজিবিএম, পিএসসি, আর্টিঃ) এর হাতে এ আর্থিক অনুদান প্রদান করেন এক্স ক্যাডেট (বিএনসিসি) খুলনার সদস্যবৃন্দ।
আর্থিক অনুদান গ্রহণকালে রেজিমেন্ট কমান্ডার খুলনার সকল এক্স ক্যাডেটদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বিএনসিসি’র এক্স ক্যাডেট এবং বর্তমান ক্যাডেটরা দেশের সেবায় নিবেদিত। তারা সকল ধরণের দূযোর্গ বা ক্রান্তিকালে অসহায়, নিপিড়িত মানুষের পাশে দাড়িয়েছে। সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন এক্স ক্যাডেটরা সম্মিলিত হয়ে পাইকগাছা, কয়রা এলাকার মানুষের ত্রাণ সহায়তায় যে আর্থিক অনুদান দিল তা স্মরণীয় হয়ে থাকবে।
এ সময়ে উপস্থিত ছিলেন, রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর পলাশ কুমার বিশ^াস (ইএমই), এক্স ক্যাডেট এসএম ইব্রাহিম খলিল, মোঃ জাহিদুর রহমান, মোঃ শাহরিয়া সাত্তার হীরা, আসাফুর রহমান কাজল, মেহেবুব হাসান মামুন, মোঃ মেহেদী হাচান, মোঃ আমিনুল ইসলাম, মোঃ এজাজ আহমেদ, মোঃ আব্দুল মালেক, রিফাত হোসেন ইমন, মোঃ আরিফ হাওলাদার প্রমুখ।
সুন্দরবন রেজিমেন্ট ত্রাণ তহবিলে এক্স ক্যাডেটদের আর্থিক অনুদান
প্রকাশিতঃ সেপ্টেম্বর ২, ২০২৪, ১০:৩৩
Leave a Reply