বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনের নায়িকা-অভিনেত্রীদের নিয়ে হরহামেশাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বুলিংয়ের ঘটনা দেখা যায়। তাদের চরিত্র, ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকম কাটাছেঁড়া করা হয়।
বিষয়গুলো মোটেও ভালোভাবে দেখছেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে নায়িকার চরিত্র ‘খারাপ’ বলে মন্তব্য করা ব্যক্তিদের একহাত নিয়েছেন তিনি।
স্ট্যাটাসের শুরুতেই তিশা লিখেছেন, কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ! কেন?
এরপর অভিনেত্রী লেখেন- ভাই, একটা মেয়ে সাধনা, অধ্যবসায়, পরিশ্রমের দীর্ঘ জার্নিতে অভিনয়টা ভালো করলেই নায়িকা হয়।
তিশা মনে করেন শুটিংয়েই তাদের বেশি সময় কাটে। সেটা উল্লেখ করে বলেন, ‘আমরা পরিবারের চেয়ে লাইট, ক্যামেরা, অ্যাকশন সংশ্লিষ্ট মানুষদের সাথেই বেশি সময় কাটে। সেদিক থেকে এইটাও আমাদের পরিবার। আর পরিবার হয়ে উঠলেই গভীর সম্পর্ক গড়ে উঠে।’
তবুও অভিনেত্রীর আক্ষেপ, যেখানে সম্পর্ক আছে সেখানে ভুল বোঝাবুঝি আছে। আমার মা, বাবা, ভাই, বোনদের সাথেও ভুল বোঝাবুঝি হয়। কই তারা তো চরিত্র নিয়ে প্রশ্ন তুলে না? তাহলে আপনারা আমাদের কেমন পরিবারের সদস্য হলেন যে কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করেন!
কিছু নির্দিষ্ট ব্যক্তিকে ইঙ্গিত করে তিশা লেখেন, নাকি যুক্তি দিয়ে হেরে যাবেন বলে, নারীদের চরিত্রে হাত দিয়ে দাবিয়ে রাখতে চান? ভুল বোঝাবুঝি হলে যুক্তি দিয়ে কথা বলেন, তাতে আমাদের সার্বিক সম্মান বজায় থাকবে। আপনার পরিবারের কাউকে ছোট করে কি আপনি বড় হচ্ছেন ভাবছেন?
পরোক্ষভাবেই অভিনয়ের সঙ্গে জড়িত মানুষদের উদ্দেশ্য করেই এই স্ট্যাটাসটি দিয়েছেন তানজিন তিশা। যদিও পুরো স্ট্যাটাসে কোথাও কারো নাম উল্লেখ করেননি তিনি।
অভিনেত্রীর সঙ্গে তার ভক্তরাও একমত পোষণ করেছেন। তারাও বলছেন, শোবিজ অঙ্গনের মানুষেরাই অনেক সময় নিজেদের মানুষের সম্মানহানী করেন।
Leave a Reply