কাকে ‘শাকচুন্নি’ বললেন বিদ্যা বালান

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১৪:১৭

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমায় মঞ্জুলিকা চরিত্রে পর্দায় হাজির হয়েছিলেন ডার্টি পিকচার খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। ‘ভুল ভুলাইয়া’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তারই রেশ ধরে বলিউডে তৈরি হয়েছিল ‘ভুল ভুলাইয়া টু’- এতে অবশ্য বিদ্যা বালানকে দেখা যায়নি। এবার পর্দায় আসতে চলেছে ‘ভুল ভুলাইয়া থ্রি’। এতে আবার মঞ্জুলিকা চরিত্রে ফিরছেন বিদ্যা।

শুক্রবার প্রকাশ হয়েছে ভুল ভুলাইয়া থি-এর টিজার। দেখে যতটা বোঝা গেলো তাহলো হরর, রোমান্স ও কমেডি ঘরানার সিনেমা হতে চলেছে ‘ভুল ভুলাইয়া থ্রি’। টিজারের একেবারে শুরুতেই বাংলা ভাষায় শাকচুন্নি বলতে শোনা গেছে বিদ্যা বালানকে। তবে বিদ্যা বালান কাকে শাকচুন্নি বললেন তা এই টিজারে বোঝা গেলো না।

১ মিনিট ৪৭ সেকেন্ডের এই টিজারটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১ কোটি ৯২ লাখ মানুষ দেখেছেন । টিজারে কার্তিক আরিয়ানকে বলতে শোনা যায়, ‘কী ভাবছেন গল্প শেষ হয়ে গেছে? দরজা তো বন্ধ হয়েই যায় খোলার জন্য’। সিনেমার টিজারে রোমান্স করতে দেখা গেছে, কার্তিক এবং তৃপ্তিকে। আসন্ন দীপাবলিতে মুক্তির কথা রয়েছে ‘ভুল ভুলাইয়া থ্রি’।

এর আগে ‘ভুল ভুলাইয়া’ সিনেমায় মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। বন্ধু সাইনি আহুজার স্ত্রী বিদ্যা বালানের ‘ভুতুড়ে’ রোগ সারাতে অট্টালিকায় হাজির হয়েছিলেন অক্ষয়। অক্ষয়-বিদ্যার দুর্দান্ত অভিনয় দর্শকের মন জয় করেছিল। ‘ভুল ভুলাইয়া টু’ তে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানিকে দেখা গিয়েছিল। আরও ছিলেন টাবু।

Leave a Reply