বৃষ্টিতে ভেসে গেলো দ্বিতীয় দিনের প্রথম সেশন

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১৩:২৩

ক্রীড়া ডেস্ক : বৃষ্টির কারণে ভেসে গেছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন। প্রথম সেশনের শেষ দিকে বৃষ্টি থেমেছিল। পরে আবার ফিরে আসে বৃষ্টি।

বৃষ্টিতে কানপুরে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি

কানপুরে বৃষ্টির কারণে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা পুরোপুরি মাঠে গড়ায়নি। হয়েছে মাত্র ৩৫ ওভার। বিলম্বে হয়েছে টসও। দ্বিতীয় দিন তো আরও হতাশাজনক অবস্থা। প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে শনিবার একটু আগে শুরু হওয়ার কথা ছিল খেলা। কিন্তু বৃষ্টির কারণে এদিন খেলা শুরু হওয়া নিয়ে আবার শঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি ক্রমেই বেড়েছে। যে কারণে ভারতীয় দল গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে টিম হোটেলে ফিরে গেছে।

গতকাল বৃষ্টি বাধার আগে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। ক্রিজে আছেন মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬*। .

গতকাল সন্ধ্যার পর থেকেই সেখানে ভারি বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেও ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ভারতীয় দল টিম হোটেলে ফিরে যাওয়ার পর বাংলাদেশ টিমও পরিস্থিতি অনুকূলে না থাকায় হোটেলে ফিরে গেছে।

Leave a Reply