ভয়েজ ডেস্ক : যক্ষ্মারোগী সনাক্তকরণ বৃদ্ধির উদ্দেশ্যে কমিউনিটির সম্পৃক্ততা বাড়ানোর অংশ হিসেবে ২৬সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২ টায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচির আওতায় এবং ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় সিভিল সার্জন৷ অফিসের সভা কক্ষে খুলনা জেলা স্কুল, খুলনা কালেক্টরেট স্কুল ও কলেজ এবং সেন্ট জোসেফ স্কুলের ১৫ জন শিক্ষক / শিক্ষিকাদের নিয়ে যক্ষ্মা, এইচআইভি, কোভিড-১৯, ডেঙ্গু, ডায়রিয়া বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।শফি কামাল, জেলা ব্যবস্থাপক, ব্র্যাক স্বাস্থ্য কমর্সুচি (টিবি) এর সঞ্চালনায় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা: শেখ শফিকুল ইসলাম, সিভিল সার্জন, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডাঃ শেখ মোঃ কামাল হোসন, ডেপুটি সিভিল সার্জন, মিলন সাহা, সিনিয়র সহকারী কমিশনার, ফারহানা নাজ, জেলা শিক্ষা অফিসার, খুলনা ও ব্র্যাক জেলা সমন্বয়ক মো : শফিকুল ইসলাম। সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডাঃ সুদিপ্ত সরকার, ডিএমএসও,খুলনা।
সভায় আলোচকেরা বলেন যক্ষ্মা একটি জীবানুঘটিত বাযু বাহিত সংক্রমক রোগ। যক্ষ্মা রোগীর কফ,হাচি কাশির মাধ্যমে রোগের জীবানু বের হয়ে বাতাসে মিশে ও নিঃশ্বাসের মাধ্যমে তা সুস্থ্য ব্যক্তির ফুসফুসে ঢুকে রোগ তৈরি করে। একজন যক্ষ্মার রোগীর ১০ জনকে আক্রান্ত করতে পারে। তাই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাসপেক্টেট যক্ষ্মা রোগীকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে এবং ২০৩৫ সালের মধ্যে সমাজ থেকে যক্ষ্মা নির্মূলে সবাইকে একসাথে কাজ করতে হবে।
খুলনায় যক্ষ্মা, এইডস, কোভিড-১৯, ডেঙ্গু ও ডায়রিয়া বিষয়ক ওরিয়েন্টেশন
প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১৮:৩৬
Leave a Reply