ভয়েজ ডেস্ক : বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং পীরগঞ্জ উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ২৬.০৯.২০২৪ ইং তারিখে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধনশালা নামক স্থানে মেসার্স বারী ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ১৩০ মিলি, ডিজেলের দুটি ডিসপেনসিং ইউনিটে যথাক্রমে ১০০ মিলি ও ১১০ মিলি কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ২০,০০০/- জরিমানা করা হয়। ছোট উমরপুর বাজারে অবস্থিত মেসার্স সিথী ফিলিং স্টেশনে পেট্রোলের দুটি ডিসপেনসিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১০০ মিলি ও ৬০ মিলি কম পাওয়ায় একই আইনে ৫০০০/- জরিমানা করা হয়। এছাড়া উপজেলার খালাশপীরে অবস্থিত খালাশপীর ফিলিং স্টেশনের সকল ডিসপেনসিং ইউনিটে পরিমাপ সঠিক পাওয়া যায়। অভিযানে ত্রুটিপূর্ণ সকল ডিসপেনসিং ইউনিট সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন পীরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকবাল হাসান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ আলমাস মিয়া ও ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply