ভয়েজ ডেস্ক : সাতক্ষীরায় ইলিশ মাছের মান ও মূল্য নির্ধারনে বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে শহরের সুলতানপুর বড় বাজারের ইলিশ মাছের বাজার মনিটরিং করেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান।
এসময় তিনি বলেন, ভোক্তাদের স্বার্থে সীমিত লাভে ইলিশ মাছের দাম নির্ধারণ করতে হবে এবং পঁচা মাছ বিক্রি করা যাবে না। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ভাউচার সংরক্ষনের পাশাপাশি কোন মোকামের মাছ তা অবশ্যই স্পষ্ট করতে হবে।
বাজার মনিটরিং এ এসময় আরো উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি মেহেদি হাসান, জেলা ক্যাবের সদস্য সাকিবুর রহামন বাবলাসহ অন্যান্যরা।
সাতক্ষীরায় ইলিশ মাছের মূল্য নির্ধারনে বাজার মনিটরিং
প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১৭:৪৫
Leave a Reply