এম এম সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বৃক্ষরোপন

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১৭:৪২

ভয়েজ ডেস্ক : খুলনার এম এম সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের দিনব্যাপী বৃক্ষরোপন ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর বয়রাস্থ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে প্রধান খুলনা সরকারি মহিলা কলেজের অধ‍্যক্ষ প্রফেসর কে এম তৌহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে ফলজ গাছের চারা রোপন করে দিনব্যাপী বৃক্ষরোপন ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সরকারী এম এম সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে খুলনার পাঁচটি স্থানে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এমএম সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থী শেখ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে দিনব্যাপী বৃক্ষরোপন ও বিতরণ অনুষ্ঠানে ববক্তৃতা দেন প্রফেসর মোঃ রবিউল ইসলাম, প্রফেসর মোঃ আব্দুল জব্বার, প্রফেসর মোঃ আবুল হাসেম, প্রফেসর মোঃ আব্দুল গফফার, প্রফেসর খান আহমেদুল কবীর, প্রফেসর জোয়ারদার শরিফুল ইসলাম, প্রফেসর তাপস কান্তি সমাদ্দার, মোঃ সাদিক ও পরাগ চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কলেজের সাবেক শিক্ষার্থী আমিন রেজা, প্রকৌঃ রুহুল আমিন হাওলাদার, সাংবাদিক হুমায়ুন কবীর, মোঃ শাহজালাল মোল্লা মিলন, মনিরুল ইসলাম মনি, আহমেদ আলী আহম, আহসান এস প্রিন্স, রোকেয়া আক্তার কাকলী, শিখা রানী রায়, কামরুন্নাহার কাজল, শিরিনা আক্তার, সায়মা আক্তার, জান্নাতুল মাওয়া রুনা প্রমুখ।

পরে, নগরীর সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস, শিববাড়ি মোড়, ময়লাপোতা মোড়, গল্লামারী ও বটিয়াঘাটার সরকারি চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় তিন হাজার বিভিন্ন প্রজাতির ফলজ চারা শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

Leave a Reply