ভয়েজ ডেস্ক : খুলনার দিঘলিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দু’টি একনালা বন্দুক ও শর্টগানের ৩ রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি কাটার্নি পাড়া মোজাফফর আলীর বাড়ি পাশের বাগান থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূএে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া উপজেলার সেনহাটী কাটার্নি পাড়ার মোজাফফর আলীর বসত বাড়িসহ আশ পাশ এলাকায় অস্ত্র সন্ধানে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট দেবাশু বিশ্বাস, নেী বাহানীর লে: কমান্ডার আব্দুল্লা আল মামুন, র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে মোজাফফর আলীর বাড়ির পাশে বাগান থেকে দু’টি একনালা বন্দুক ও শর্টগানের ৩ রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে । র্যাব- ৬ খুলনার এস আই মোঃ রিয়াজ উদ্দিন উদ্বারকৃত একনালা বন্দুক ও শর্টগানের ৩ রাউন্ড কার্তুজ দিঘলিয়া থানায় জমা দিয়ে একটি সাধারন ডায়রী করে । যার নং ১১৪০। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply