ডুমুরিয়ায় দূর্ণীতি প্রতিরোধ কমিটির মানববন্ধন ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণী

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১৫:৪৩

ভয়েজ ডেস্ক : ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা, মানববন্ধন,বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দূনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলেজ অধ‍্যক্ষ শেখ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৌমেন মন্ডল, মাওলানা ভাসানী মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হাই, সমাজসেবক মুফতি আবদুল কাইয়ুম জমাদ্দার, ডুমুরিয়া মহাবিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ ড. ফেরদাউস খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম অধ্যাপক একেএম হযরত আলী, কমিটির সদস্য সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব ও সৌমিত্র বিশ্বাস, অধ্যাপক নরেশ গোলদার প্রমূখ। আলোচনা সভা শেষে বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের পুরস্কার বিতরন করা হয়।

Leave a Reply