আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৮টি অভিযোগ দাখিল

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১৫:২০

ভয়েজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ২৮টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে আজ নতুন করে ৩টি অভিযোগ দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এসব অভিযোগ জমা দেওয়া হয়।

ময়মনসিংহের ধোবাউড়ার শ্রমিক শাহজাহান, লক্ষীপুরের রায়হান এবং ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সাকিল হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ তোলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত এসব শিক্ষার্থীর পরিবারের সদস্যরা আজ ট্রাইব্যুনালে এসে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে ২৮টি অভিযোগ এসেছে। এসব অভিযোগে স্বৈরাশাসক শেখ হাসিনা, তখনকার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

Leave a Reply