ভয়েজ ডেস্ক : বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনার জিয়া হল চত্বরে (শিববাড়ি মোড়) বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টা ১০ মিনিটে সমাবেশ শুরু হয়। ইতোমধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন।
সমাবেশ ও র্যালিতে অংশ নিতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী শিববাড়ি মোড় ও আশপাশের সড়কে সমবেত হন। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা এবং খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দেখা গেছে। বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা এখনও সমাবেশ প্রাঙ্গণে আসছেন।
প্রসঙ্গত, ঘোষিত আজকের সমাবেশ ও র্যালির কর্মসূচি একদিন পেছানো হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার নগরীর জিয়া হল চত্বরে দুপুর আড়াইটায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
Leave a Reply