ক্রীড়া ডেস্ক : দুদিন পরেই মাঠে গড়াবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। তার আগে উভয় দলই কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছে।
চীপকে আজও ভারত কঠোর অনুশীলন করেছে। সেখানে অবশ্য ভিন্ন ধরনের শট খেলতে দেখা গেছে রোহিত শর্মাকে। মূলত বাংলাদেশকে চমকে দিতে নতুন শট অনুশীলন করছেন তিনি। এর মধ্য দিয়ে তার ব্যাটিংয়ে শট খেলার অস্ত্রের সংখ্যাও বাড়াচ্ছেন।
ভারতের অনুশীলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রোহিত রিভার্স সুইপ প্র্যাকটিস করছেন। তার ক্যারিয়ারে এই ধরনের শট খেলতে তাকে দেখা যায়নি বললেই চলে। কিন্তু বাংলাদেশের বিপক্ষের সিরিজকে সামনে রেখে তিনি এই শট প্র্যাকটিস করতে শুরু করেছেন।
মূলত বাংলাদেশ দল স্পিন বিভাগে জোর দিবে। বাংলাদেশ দলে আছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের মতো বিশ্বমানের স্পিনার। সে কারণেই তিনি গোপান অস্ত্র হিসেবে রিভার্স সুইপ শিখছেন। যাতে বাংলাদেশের বিপক্ষে প্রয়োজনের সময় কাজে লাগাতে পারেন।
বাংলাদেশ পাকিস্তানকে তাদের মাটিতে ধরাশায়ী করায় ভারতও বেশ সতর্ক। সেটা তাদের অনুশীলন দেখে বোঝা যাচ্ছে। বৃহস্পতিবার থেকে চেন্নাইর এম চিদাম্বরাম স্টেডিয়ামে শুরু হবে ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট।
Leave a Reply