মুখোমুখি রোনালদো-কোহলি, আরসিবির পোস্ট ঘিরে জল্পনা

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২, ২০২৪, ০৯:২৫

ক্রীড়া ডেস্ক : সপ্তাহখানেক আগেই জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে নিজম্ব চ্যানেল খুলেছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যানেল খোলার সপ্তাহখানেক পরই তার সাবস্ক্রাইবারের সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়েছে। যা ইউটিউবের ইতিহাসে এক অনন্য রেকর্ড। এবার রোনালদোর সেই চ্যানেলে অতিথি হিসেবে দেখা যেতে পারে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে।

নিজের চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও প্রকাশ করছেন রোনালদো। যেখানে অতিথি হিসেবে দেখা যাচ্ছে কিংবদন্তি ফুটবলারদের। প্রশ্ন হলো কোহলি তো ক্রিকেটার, তিনি কেন রোনালদোর অতিথি? এই দুই তারকা প্রথমবারের মতো একসঙ্গে হাজির হচ্ছেন অনলাইন আড্ডায়। সেই আড্ডা নেট–দুনিয়ায় আগুন ধরাবে বলে এরই মধ্যে ভবিষ্যদ্বাণী করেছে কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট জল্পনার সৃষ্টি করেছে। দলটির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, একটি ভিডিও সেটআপে রোনালদোর পাশে বসে আছেন কোহলি। একজন আরেকজনের দিকে তাকিয়ে। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, ‘বিরাট কোহলি x ক্রিস্টিয়ানো রোনালদো = গোট (সর্বকালের সেরা) স্কয়ার। এটা মিস করার সাহস আছে? এ জুটি ইন্টারনেটে আগুন ধরিয়ে দেবে।’

তবে দুই তারকার কথোপকথনের ভিডিও কবে আসবে, সেটা জানায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ধারণা করা হচ্ছে, প্রতি বুধবারের সূচি মেনে ৪ সেপ্টেম্বর আসতে পারে বহুল কাঙ্ক্ষিত ভিডিওটি। যা নিয়ে বেশ অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

Leave a Reply