ভয়েস ডেস্ক : সাভারে ফুয়াদ ইসলাম (৫৪) নামে এক ব্যক্তির অর্ধগলিত ও তার ছেলে আশিকের (২) খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনার পর থেকেই নিহত ফুয়াদের গরুর খামারের রাখাল জয় (৩০) পলাতক রয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় রুপালি সৈকত হাউজিংয়ের ভেতরে ওই দুইজনের অর্ধগলিত ও খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেয়।
নিহতরা হলেন- বাবা ফুয়াদ ইসলাম ও তার ছেলে আশিক। তারা সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকার রুপালি সৈকত হাউজিংয়ে বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর বলে জানা যায়।
স্থানীয়রা বলেন, ফুয়াদের আমিনবাজার বড়দেশী এলাকায় রুপালি সৈকত হাউজিংয়ের ভেতরে একটি গরুর খামার ছিল। ফুয়াদ ওই খামারের পাশেই পরিবার নিয়ে বসবাস করতেন। আজ দুপুরে স্থানীয়রা ফুয়াদের অর্ধগলিত মরদেহ ও তার ছেলের খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়।
সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, দুটি মরদেহের সন্ধান পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী যাচ্ছে।
Leave a Reply