ভয়েজ ডেস্ক : পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন উপলক্ষ্যে আগামীকাল ১৬ সেপ্টেম্বর (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ ছাড়া শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে চলতি রবিউল আউয়াল মাসের মধ্যে হামদ্-নাত ও কেরাত প্রতিযোগিতা আয়োজন করা হবে। উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন রেজিস্ট্রার (অতিরিক্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১৪:৫৩
Leave a Reply