দুর্গাউৎসব-২০২৪ উপলক্ষে মহানগর পূজা পরিষদের বর্ধিত সভা

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১৫:৫৪

ভয়েজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা শুক্রবার শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দির মিলনায়তনে সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় ৮টি থানা ও মন্দির কমিটি এবং মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভায় সর্বস্মতিক্রমে শারদীয় দুর্গাপূজা-২০২৪ কেন্দ্রীয় পূজা পরিষদের নির্দেশনা মোতাবেক মহানগরের আওতাধীন বিগত বছরে যে সকল মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছে সেসকল মণ্ডপে এবারও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গা প্রতিমা নির্মাণ শুরু থেকে বিসর্জন পর্যন্ত স্ব-স্ব মন্দির কমিটির উদ্যোগে স্বেচ্ছাসেবকের মাধ্যমে পাহারার ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, উপদেষ্টা প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, সিনিয়র সহ-সভাপতি অরবিন্দ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক তিলক কুমার গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, সম্পাদকমণ্ডলীর সদস্য মহাদেব সাহা, তাপস সাহা, বিমল সাহা, গৌরাঙ্গ সাহা, ভবেশ সাহা, রুপন কুমার দে, অলোক কুমার দে, রবীন কুমার দাস, ভোলানাথ দত্ত, অভিজিৎ দাস লবী, দীপক দত্ত, সুব্রত হালদার, তরুণ রায় শিবু, এড. কমলেশ কুমার সানা, এড. উল্লাস কর বৈরাগী, সুশান্ত ব্যানার্জী, ইন্দ্রজিৎ কুণ্ডু গোপাল, পলাশ সাহা, রামচন্দ্র পোদ্দার, প্রকাশ অধিকারী, ডাঃ শেখর পাল, অশিষ কবিরাজ, দেবব্রত মল্লিক দেবু, পাপ্পু সরকার, প্রদীপ সাহা মদন, বাবু শীল, পরিতোষ হালদার, শশাঙ্ক শেখর রায়, ডাঃ কৃষ্ণ পদ রায়, বিধু ভূষণ মণ্ডল, শক্তিপদ দাস শর্মা, শ্যাম ভক্ত, নীলকান্ত দত্ত, অশোক কুমার ঘোষ, দুলাল সরকার, নারায়ণ দাস, জয় মণ্ডল প্রমুখ।

Leave a Reply