সভাপতি ফারাজি, সম্পাদক ডাবলু
অভয়নগর উপজেলা বিএনপি’র নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১৫:৪৮

ভয়েজ ডেস্ক : যশোরের অভয়নগর উপজেলা বিএনপি’র শীর্ষ চারটি পদের নেতা নির্বাচন করা হয়েছে। শীর্ষ পদের নির্বাচিত নেতারা হলেন সভাপতি পদে ফারাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু এবং দু’টি সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ও এফ এম গিয়াস উদ্দিন।
শুক্রবার যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে উৎসব এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে মাঝখানে জুমার নামাজ বিরতি দিয়ে শেষ হয় বিকেল ৪টায়। ভোট গ্রহণ চলাকালে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচন পর্যবেক্ষণ করেন।

ভোট গ্রহণ করে কেন্দ্র করে প্রার্থী ও কর্মী সমর্থকদের পদচারণায় গোটা পৌর কমিউনিটি সেন্টার এলাকা মুখোরিত হয়ে ওঠে। শীর্ষ চারটি পদের মধ্যে সাধারণ সম্পাদক এবং দু’টি সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিন পদে পাঁচ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। সভাপতি পদে ফারাজি মতিয়ার রহমান বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। নির্বাচনে ৫৬৮ জন ভোটারের মধ্যে ৫৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সাধারণ সম্পাদক পদে কাজী গোলাম হায়দার ডাবলু ২৮৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী মশিয়ার রহমান ২৭৪ ভোট পান। দু’টি সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ৩৫০ এবং এফ এম গিয়াস উদ্দিন ২৯০ ভোট পেয়ে জয়লাভ করেন। তাদের একমাত্র প্রতিদ্ব›দ্বী শেখ মোঃ আসাদুল­াহ আসাদ ২৬০ ভোট পান। জেলা বিএনপি’র সদস্য সচিব এড. সৈয়দ সাবেরুল হক সাবু ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, সিরাজুল ইসলাম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, নগর বিএনপি’র সাংগঠনিক মনিরুজ্জামান মাসুম, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম এবং সদর উপজেলা বিএনপি নেতা আলা উদ্দিন আলা।
এ দিকে ভোট গ্রহণ চলাকালে জেলা বিএনপি’র সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, এড. হাজী আনিছুর রহমান মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি নির্বাচন পর্যবেক্ষণ করেন। ভোট গণনা শেষ প্রধান নির্বাচন কমিশনার এড. সৈয়দ সাবেরুল হক সাবু ফলাফল ঘোষণা করেন।

Leave a Reply