ভয়েজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের মুখে বেশ কিছু পোশাক কারখানা বন্ধ রাখা হয়। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) চালু হয়েছে অধিকাংশ কারখানা।
সকাল থেকে এসব কারখানায় স্বাভাবিকভাবে কাজ শুরু করেছেন শ্রমিকরা। ফিরতে শুরু করেছে শিল্পের স্বাভাবিক গতি। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।
কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশের সূত্র জানায়, অল্পসংখ্যক কারখানা ব্যতীত অধিকাংশ পোশাক কারখানা আজ খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কারখানাগুলোতে কাজ শুরু করেছেন। তবে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে স্থানীয় নেতা ও কারখানা মালিকদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে আজ সকল কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও কিছু কারখানা বন্ধ রয়েছে।
শিল্পপুলিশ জানায়, অধিকাংশ বড় কারখানাগুলো খুলে দেওয়া হলেও কিছু কারখানা আজও বন্ধ রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিস্থিতি বুঝতে আজও কারখানাগুলো বন্ধ রেখেছে মালিকপক্ষ। এর মধ্যে রয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া ৩৬টি এবং সাধারণ ছুটি ঘোষণা করা ১৩টি কারখানা।
আশুলিয়া শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মো. সারোয়ার আলম বলেন, ‘আজ শনিবার ১৩ (১) ধারায় ৩৬টি বন্ধ এবং ১৩টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। এর বাইরে সব কারখানা চলমান। এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।’
Leave a Reply