হুঁমকিতে আশ্রায়ন প্রকল্প ও কৃষি জমি
পাইকগাছায় কপোতাক্ষ নদের নতুন বেঁড়িবাঁধ ঝুঁকিপূর্ণ

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১১, ২০২৪, ১৭:৩০

ভয়েজ ডেস্ক : খুলনার পাইকগাছা- সাতক্ষীরা আশাশুনি উপজেলা সীমান্তে খননকৃত কপোতাক্ষ নদের ভাঙনে নতূন বেঁড়িবাঁধ চরম হুঁমকিতে। এতে চাঁদখালীর হাসিমপুর আশ্রায়ন প্রকল্প, কয়েকটি ইটভাটা,কৃষি জমি ও গ্রামবাসিরা রয়েছে ঝুঁকিতে।
বুধবার দুপুরে সরেজমিনে ভাঙনকূলে পৌছালে স্থানীয়রা বললেন, ৪ দিন পুর্বে সাতক্ষীরার আশাশুনি’ উপজেলার খননকৃত মরিরচাপে ত্রি-মৌহনায় বাঁধ কেটে দেওয়া হয়। এর ফলে প্রচন্ড পানির স্রোত সরাসরি অপরপ্রান্তে পাইকগাছার চাঁদখালী হাসিমপুরে কপোতাক্ষ নদের পানির স্রোতে নতূন বাঁধে আঘাত করছে। ফলে প্রথমে বাঁধে ফাঁটল দেখা দেয় ও পরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
দেবদুয়ারের বাসিন্দা তোরাব হোসেন খাঁন ও কামরুল খাঁন দ্রুত পদক্ষেপ গ্রহনের দাবি করে বলেন,পানির স্রোতের বেগে ভাঙন দিন-দিন ভয়াবহ আকার ধারন করেছে। হাসিমপুর আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা বেবি আক্তার জানান, প্রকল্পের ৬০টি পরিবারসহ এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এক্ষুনি বাঁধ মেরামত না করলে ভাঙনে বহু ক্ষয়ক্ষতি হতে পারে।
এ বিষয়ে খুলনা পাওয়ার বিভাগ-২ এর উপ-প্রকৌশলী রাজু হাওলাদার জানান, এটা মূলক পানিউন্নয়ন বোর্ডের বেঁড়িবাঁধ না। ভাঙন কবলিত বাঁধটি পাউবো’র বাহিরের কপোতাক্ষ নদের খননকৃত মাটির বাঁধ দাবি করে তিনি আরোও বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা পেলে ঝুঁকিপুর্ন বাঁধ মেরামতে পদক্ষেপ নেওয়া হবে।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন,ভাঙন রোধে স্থানীয় পাউবো ও সাতক্ষীরার পাউবো’ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তিনি করনীয় বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে জেলা প্রশাসক ও পাউবো’র কাছে চিঠি পাঠানোর হয়েছে বলে জানান।

Leave a Reply