তেরখাদায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২৫

প্রকাশিতঃ নভেম্বর ২০, ২০২৪, ১৪:৩৩

ডেস্ক নিউজ : খুলনার তেরখাদা উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।গত ১১ দিনে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩৬ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক বিক্রেতাদের বিরুদ্ধে ৫টি মামলা হয়েছে।তেরখাদা থানার নতুন ওসি মেহেদী হাসান যোগদানে পর এই তৎপরতা চালানো হয়।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হবার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি, সন্ত্রাসী তৎপরতা বেড়ে যায়। এ অবস্থায় গত ৮ নভেম্বর তেরখাদা থানায় যোগদান করেছেন ওসি মেহেদী হাসান। যোগদানের পর থেকেই তিনি নিয়মিত বিশেষ অভিযানে মাদক, সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টসহ বিভিন্ন মামলায় আসামি করছেন। ফলে কমতে শুরু করেছে অপরাধমূলক ঘটনা। মাদক ব্যবসায়ীরাও রয়েছেন আতঙ্কে।

উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি নুরুল ইসলাম বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চাইতে এখন অনেকটাই ভালো। সদ্য যোগদান করা ওসি মেহেদী হাসানের কর্মতৎপরতায় মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছেন।

ব্যবসায়ী নুরুজ্জামান লিটন বলেন, মানুষের জীবনমান উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অপরিহার্য। এক্ষেত্রে স্থানীয় থানা পুলিশের আরও বেশি ভুমিকা থাকে। যে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যত উন্নত, সেই এলাকার মানুষের জীবনমান ততটাই উন্নত। থানার বর্তমান ওসির যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে-এমন প্রত্যাশা আমাদের।

তেরখাদা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান বলেন, মানুষের জীবনমানের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,আর্থসামাজিক উন্নয়ন সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। সেই সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীর হারানো ভাবমূর্তি ফিরিয়ে এনে তেরখাদা থানাকে একটি মডেল থানা গড়ার চেষ্টা অব্যাহত রাখবো। এক্ষেত্রে এই উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

Leave a Reply