১২ জেলায় নতুন এসপি

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১৩:৩৯

ভয়েজ ডেস্ক : দেশের ১২ জেলায় পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান।

প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জ, মেহেরপুর, চাঁদপুর, রাঙ্গামাটি, নেত্রকোণা, বরিশাল, পঞ্চগড়, জামালপুর, শরীয়তপুর, বান্দরবান, লক্ষ্মীপুর ও নীলফামারীর জেলায় ১২ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে গোপালগঞ্জ, নেত্রকোণা, বরিশাল, জামালপুর, পঞ্চগড়, শরীয়তপুর, বান্দরবান, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর ও নীলফামারীর জেলার বর্তমান এসপিদের পুলিশের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply