সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে আল-আমিন(১৭) নামক এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। বুধবার বেলা পৌনে দশটার দিকে সদর উপজেলার এল্লারচর এলাকায় সানি ব্রিকসে এই ঘটনা ঘটে।
স্থানীয় পল্লী চিকিৎসক ভৈরব সরকার জানান, আল আমিন সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর এলাকার জনৈক সালেক এর মালিকানাধীন মেসার্স সানি ব্রিকসে শ্রমিকের কাজ করতো। সকালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভাটার মেশিন জাম হয়ে যায়। বেলা পৌনে দশটার দিকে আল আমিন ইট ভাটার অফিস ভবনের ছাদে উঠে বিদ্যুতের লাইন ঠিক করার চেষ্টা করছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রকাশিতঃ অক্টোবর ২৩, ২০২৪, ১৭:৫৩
Leave a Reply