সাড়া না মেলায় বন্ধ হয়ে গেল ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’

প্রকাশিতঃ নভেম্বর ২, ২০২৪, ১২:৪৯

ডেস্ক নিউজ : কৃষকের উৎপাদিত সবজি ঢাকার বাজারে কম খরচে সরবরাহের জন্য সরকার চালু করেছিল ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’। তবে উদ্বোধনের দিন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকায় চলেই বন্ধ হয়ে গেছে এই বিশেষ ট্রেনটি। সাড়া না পাওয়ায় এই ট্রেন বন্ধের সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

কৃষকদের সাড়া না পাওয়ায় পাঁচটি রুটে কৃষিপণ্য স্পেশাল ট্রেন বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে৷ তবে ঢাকা-খুলনা রুটের ট্রেনটি চালু থাকছে।

গত শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে কোনো পণ্য ছাড়াই শূন্য লাগেজে ঢাকার উদ্দেশে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন ছেড়ে যায় কৃষিপণ্য স্পেশাল ট্রেন।

কৃষিপণ্য স্পেশাল ট্রেনটিতে পাঁচটি লাগেজ ভ্যান বগি। এরমধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত বগি একটি, বাকি চারটি সাধারণ বগি। অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিপণ্যের মধ্যে ফল, সবজি ছাড়াও রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানে হিমায়িত মাছ, মাংস ও দুধ পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছিল। কৃষক ও ব্যবসায়ীদের ঢাকায় যাওয়ার জন্য ছিল ব্যবস্থা। সবজির সঙ্গে তাদের বিনা ভাড়ায় যাওয়ার সুযোগ রাখা হয়েছিল ট্রেনটিতে।

তবে কৃষকদের সাড়া পাওয়া যায়নি শুরুর দিন থেকেই। ফলে স্পেশাল সার্ভিসটি বন্ধ করতে বাধ্য হয় রেলওয়ে।

Leave a Reply