ডেস্ক নিউজ : সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি। এরপর ৩ টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছান খালেদা জিয়া।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সশস্ত্র বাহিনী দিবস আজ। ২১শে নভেম্বর স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে একটি মহান দিন। বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে ১৯৭১ সালের এই দিন থেকে। প্রতি বছরের মতো এবারো যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত হচ্ছে।
Leave a Reply