শেষ মুহূর্তে পাপনের গোল, জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ

প্রকাশিতঃ নভেম্বর ১৭, ২০২৪, ১৩:৩৪

ক্রীড়া ডেস্ক : বিরতির কয়েক মিনিট আগে বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিলেন মজিবুর রহমান জনি। আর ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে বাংলাদেশের জয় নিশ্চিত করেন পাপন সিং। অথচ ঘরের মাঠে ম্যাচের ২৩তম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছোড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (১৬ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন মজিবুর রহমান জনি ও পাপন সিং। মালদ্বীপের হয়ে একমাত্র গোলটি করেন আলি ফাসির।

কিংস অ্যারেনায় এদিনও শুরু থেকে বাংলাদেশের দাপট। আর প্রথম গোল মালদ্বীপের। ২৩ মিনিটে আলি ফাসির এগিয়ে দেন সফরকারীদের। তবে প্রথম ম্যাচের মতো এদিনও আলি ফাসিরের গোলে বড় অবদান বাংলাদেশ ডিফেন্ডারদের ভুল। পিছিয়ে পড়ে আরও বেশি আক্রমণাত্বক স্বাগতিকরা।

৪৩ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া মজিবর রহমান জনির অসাধারণ শটে ম্যাচে ফেরে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে রাকিব হোসেনের দূরন্ত শট ফিরিয়ে দেন মালদ্বীপ গোলরক্ষক। এরপর সহজ সুযোগ মিস করেন পিয়াস আহমেদ নোভা। তবে ইনজুরি সময়ে পাপন সিং জাল খুজে নেন। জাতীয় দলে প্রথম গোল এই মিডফিল্ডারের। সিরিজ শেষ হলো ১-১ সমতায়।

Leave a Reply