শুটিং সেটে দুর্ঘটনা, ক্যামেরাম্যানের মৃত্যু

প্রকাশিতঃ নভেম্বর ১৭, ২০২৪, ১৪:৩৮

বিনোদন ডেস্ক : শুটিং সেটে মারত্মক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক সহকারী চিত্রগ্রাহকের। গুরগাওয়ের ফিল্ম সিটিতে জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা’র শুটিং চলছিল। সেখানেই ঘটেছে ঘটনাটি।

ভারতীয় সংবাদমাধ্যমেরন প্রতিবেদন অনুযায়ী, শোনা গেছে, অন্যান্য দিনের মতোই গুরগাওয়ের ফিল্ম সিটিতে শুটিং শুরু হয়েছিল। আচমকা চিৎকার করে জ্ঞান হারান ওই চিত্রগ্রাহক। সঙ্গে সঙ্গে তাঁক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন, তবে চিত্রগ্রাহককে বাঁচাতে পারেননি। মৃতের নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে শোনা গেছে তিনি বিহারের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে মুম্বইয়ে থাকতেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরে এই ঘটনা ঘটেছে। যদি শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে তা কী কারণে হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।

গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় শীর্ষ স্থানে ছিল ‘অনুপমা’। এতে অভিনয় করছেন রূপালি গঙ্গোপাধ্যায়। রূপালির ব্যক্তিগত জীবনও কয়েকদিন ধরে আলোচনায়। সৎ মেয়ের সঙ্গে চলছে মামলা মোকদ্দমা।

Leave a Reply