শিক্ষার্থীদের অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৭:৪৭

ভয়েজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মুসতাক আহমেদকে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল।

তিনি বলেন, শিক্ষার্থীরা উনার (অধ্যাপক মুসতাক আহমেদ) চাকরিচ্যুতির দাবি জানিয়েছে। কিন্তু সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপার। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিভাগের সব কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি আজ বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভায় সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে।

এর আগে, রোববার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও বিভাগের কার্যালয়ে লিখিতভাবে এ দাবি জানান শিক্ষার্থীরা। স্নাতক পর্যায়ের ২০৯ শিক্ষার্থীর মধ্যে ১৯২ জন অপসারণের দাবির পক্ষে স্বাক্ষর করেছেন। অপসারণ না হওয়া পর্যন্ত স্নাতক পর্যায়ের কোনো অ্যাকাডেমিক কার্যক্রমে অধ্যাপক মুসতাক আহমেদ যাতে অংশ না নিতে পারেন, এমন দাবি জানিয়ে বিভাগের সভাপতি বরাবর আরেকটি লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা।

তার অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে একটি ব্যানারও সাঁটিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ওই অধ্যাপকের ব্যক্তিগত চেম্বারে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা।

Leave a Reply