বিনোদন ডেস্ক : লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তালিকায় অনেকদিন ধরেই আছেন বলিউড তারকা সালমান খান। একের পর এক পাচ্ছেন প্রাণনাশের হুমকি। এবার তালিকায় নাম উঠল বলিউড বাদশাহ শাহরুখ খানের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আজ বৃহস্পতিবার ভারতের ছত্তিশগড় থেকে একটি উড়োফোন আসে মুম্বাই পুলিশের কাছে। সেই ফোনে শাহরুখকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এরইমধ্যে ফোনের লোকেশন যাচাই করে ছত্তিশগড়ে পৌঁছেছে পুলিশ।
জানা গেছে এই হুমকি কাণ্ডের পেছনে আছে ফয়জান নামের যুবক। এরইমধ্যে দায়ের করা হয়েছে অভিযোগ। তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্র থেকে পাওয়া খবর, শাহরুখকে খুন করার হুমকি দিয়ে যুবক ৫০ লক্ষ টাকার দাবি করে। এই ব্যক্তি কোনো গ্যাংস্টার দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের লোক কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।
কেননা গতকাল বুধবার রাজস্থানে বিষ্ণোই দলের এক সদস্য পুলিশের হাতে ধরা পড়ে। যার থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান। ওই ঘটনার সঙ্গে শাহরুখকে হুমকির কোনো যোগাযোগ আছে কিনা, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
এর আগেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে শাহরুখকে। সেকারণে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান তিনি। ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমা জনপ্রিয়তা অর্জনের পর হুমকি এসেছিল।
Leave a Reply