শরণখোলায় ঝড়ো বাতাসসহ বৃষ্টিপাতে জনজীবনে স্থবিরতা: দুবলারচর প্লাবিত

প্রকাশিতঃ অক্টোবর ২৪, ২০২৪, ১৫:৪৪

শরণখোলা আঞ্চলিক অফিস: ঘূর্ণীঝড় দানা’র প্রভাবে শরণখোলায় বৃহস্পতিবার ভোর রাত থেকে সারাদিন থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। মাঝে মাঝে দমকা বাতাস বইছে। অপরদিকে, সাগরের জোয়ারে দুবলারচর প্লাবিত হয়েছে বলে জানা গেছে।
পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান মোবাইল ফোনে বলেন, ঘূর্ণীঝড় দানা’র প্রভাবে সাগরের জোয়ারে দুবলারচরের বনাঞ্চল প্লাবিত হয়েছে। সাগর উত্তাল রয়েছে। বৃষ্টির সাথে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। অপরদিকে, বৃহস্পতিবার ভোর রাত থেকে শরণখোলা অঞ্চলে ঝড়ো হাওয়ার সাথে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। জীবনযাত্রা থমকে গেছে। উপজেলা প্রশাসন ঘূর্ণীঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে আগাম প্রস্ততি গ্রহণ করেছে।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, উপজেলায় ঘূর্ণীঝড়ে জানমালের ক্ষতি এড়াতে সাইক্লোন শেল্টার প্রস্ততসহ প্রয়োজনীয় সামগ্রী ও শুকনো খাবার মজুদ রাখা হয়েছে বলে ইউএনও জানিয়েছেন।

Leave a Reply