লোহাগড়ায় সরকারি কলেজে বৃক্ষ রোপন কর্মসূচি

প্রকাশিতঃ অক্টোবর ১, ২০২৪, ১৮:১৩

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১২ টায় কলেজ চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচির পৃষ্ঠপোষক ছিলেন বিএনপি নেতা মেজর (অব:) কাজী মনজুরুল ইসলাম প্রিন্স। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান স্বপন, লোহাগড়া কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান হৃদয়, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার তাইবুল ইসলাম, বিএনপি নেতা খাইরুল ইসলাম দুলাল(ধলু), বিএনপি নেতা মাসুদ রানা, ইন্জিনিয়ার বাপ্পী, লোহাগড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক নাদিম জামান মাহিন, লোহাগড়া পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শরিফুজ্জামান প্রমুখ।

Leave a Reply