রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময় ব্রহ্মাচারীর জামিন না মঞ্জুর

প্রকাশিতঃ নভেম্বর ২৬, ২০২৪, ১২:৪৬

জন্মভূমি ডেস্ক : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগের দায়ের করা কোতোয়ালী থানার মামলায় জামিন না মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সাড়ে ১০ টার পর চট্টগ্রাম মেট্রোপলিটন ৬ষ্ঠ এর বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট আদালতের আইনজীবীরা জানিয়েছিলেন, ১২ টায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১১ টার পর শুরু হয় জামিন শুনানি। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করেন।

Leave a Reply