যশোর অফিস : যশোরে দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় এক পরিবারের নয়জন গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধার পর রুপদিয়া এলাকায় । আহতরা হলেন সদর উপজেলার রামনগর গ্রামের আফরোজা বেগম (৩৫), রেকসোনা বেগম(৩৫), হামিদুল ইসলাম(৪০), মারুফ হোসেন(১৭), অনিক(১৭), মুসলিমা(১১), সুমাইয়া(৫), সামিয়া(২) ও মরিয়ম(২)।
আহত মারুফের বাবা রাজারহাট রামনগর পূর্বপাড়ার মীর ওমর ফারুক জানান, তার ছেলে মারুফ নিজেই ইজিবাইক চালিয়ে নওয়াড়ার তার শালার বাড়িতে বেড়াতে গিয়েছিলো। খাওয়া দাওয়া শেষে বিকেলে ইজিবাইকে তারা নয়জন যশোরে আসছিলেন । সন্ধার আগ মুহুর্তে রুপদিয়া এলাকায় পৌছালে একটি অ্যাম্বুলেন্স তাদের ইজিবাইকে পেছনে জোড়ে ধাক্কা দেয়। দূর্ঘটনায় তার ছেলের পা ফেটে গেছে। অনিকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। আফরোজার মাথা ফেটে গেছে। রেক্সোনার অবস্থা আশঙ্কাজনক। হামিদুলের মাথায় ১৯ টি শেলায় লেগেছে। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, মানসিক ও আর্থিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি জড়িত অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
Leave a Reply