যশোরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিতঃ অক্টোবর ৩, ২০২৪, ১৬:৩৪

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যশোর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাহারুল ইসলাম মহোদয়ের সাথে মতবিনিময় ০৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার বেলা ১ টায় । যশোর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাহারুল ইসলাম মহোদয়ের সাথে কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজনের সাথে মতবিনিময় সভা আবু শারাফ সাদেক অডিটোরিয়াম এই মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ড সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম, কেশবপুর সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সাজিদ রহমান, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সম্রাট হোসেন সহ কেশবপুর বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তরা কেশবপুরের বন্যা পরিস্থিতি, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন।

Leave a Reply