যশোর অফিস : দলীয় কর্মী আমিনুল ইসলাম সজল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বুধবার বিকেলে শহরের মুজিব সড়কস্থ জেলা আইনজীবী সমিতির সামনে এই সমাবেশ হয়।
সমাবেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলেন- ফ্যাসিবাদ সরকারের সময়ে এই শহর সন্ত্রাসীর জনপদ ছিলো। ছাত্র জনতার ফ্যাসিবাদী সরকার উৎখাত করলেও এখনো তার দোসররা রয়েছে। সেই সন্ত্রাসী দোসরদের কাছে পরিকল্পিতভাবে আমাদের এক জামায়াতের কর্মী হত্যার শিকার হয়েছে। হত্যার পরেও প্রশাসন হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। বিগত সরকারের সময়ে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা অনেক গুম খুন নির্যাতনের শিকার হয়েছে। গণঅভ্যুস্থানের পরে নতুন করে যদি জুলুম নির্যাতনের শিকার হতে হয় তাহলে সেটা মোকাবেলা করার সক্ষমতা জামায়াত ইসলামী নেতাকর্মীদের রয়েছে। তাই আমরা হানাহানির যশোর দেখতে চাই না। শান্তিপ্রিয় শহর দেখতে চাই। এই হত্যার সঙ্গে জড়িত চাঁদাবাজ সন্ত্রাসীদের আগামি ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটার দেন বক্তরা। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল যশোর শহর সাংগঠনিক জেলার নায়েবে আমীর বেলাল হোসাইন, সেক্রেটারি গোলাম কুদ্দুস, সরকারি সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, থানা আমীর ইসমাইল হোসেন, অধ্যাপক আব্দুল হক, আশরাফ আলী, থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগ, ইমরান হোসাইন, আবু ফয়সাল, যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল বের করেন। জেলা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
গত সোমবার সন্ধ্যায় ব্যবসায়ী ও শহরতলী আরবপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর গাজির বাজার ইউনিটের সভাপতি আমিনুল ইসলাম সজলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। সজল যশোর শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকার বাসিন্দা এবং স্থানীয় শান্তিশৃঙ্খলা কমিটি ও বাজার কমিটির সভাপতি ছিলেন। এই ঘটনায় স্থানীয় ৬ জনসহ আরোও ৭জনকে অজ্ঞাত করে আসামি করে মামলা করেছেন নিহতের ভাই আজাহারুল ইসলাম স্বপন। তবে এই ঘটনায় পুলিশ কাউকে আটক বা ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি।
Leave a Reply