মোরেলগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ৪

প্রকাশিতঃ অক্টোবর ২, ২০২৪, ১৭:০৭

মোরেলগঞ্জ ( বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে ভাইজোড়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী এলাকায় এক বিএনপি কর্মীকে মারপিট ও চাঁদাবাজির মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে  এমদাদুল হককে গ্রেফতার করা হয়েছে বলে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন জানিয়েছেন।

এ ছাড়াও একই রাতে চাঁদাবাজির অপর এক মামলায় পুলিশ শ্রমিকলীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে। এরা হচ্ছেন বারইখালী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মনা কাজী(৪০), শ্রমিক লীগ নেতা শোভন(৩৮) ও রফিকুল ইসলাম(৪৮)।

বুধবার বেলা ১১টার দিকে গ্রেফতার থাকা আওয়ামী লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ডিউটি অফিসার এসআই নাসির উদ্দিন জানিয়েছেন।

Leave a Reply