মোংলায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিতঃ অক্টোবর ২৮, ২০২৪, ২৩:২২

মোংলা প্রতিনিধি : সাংবাদিকদের সম্মানে দেশের সমুদ্র বন্দর মোংলা থানায় সদ্য যোগদান করা ওসি আনিসুর রহমান সৌজন্য স্বাক্ষাৎ করেছেন। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তার কক্ষে এই সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন প্রেস ক্লাবের সাংবাদিকরা।

এসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি দৈনিক জনকণ্ঠের আহসান হাবীব হাসান, সাধারণ সম্পাদক ভোরের কাগজের / দৈনিক জন্মভূমি, মোঃ হাসান গাজী, সাবেক সাধারণ সম্পাদক যুগান্তর ও মাছরাঙা টিভির আমির হোসেন আমু, সাবেক সহ সাধারণ সম্পাদক এনটিভি ও দৈনিক বাংলার আবু হোসাইন সুমন, একুশে টিভি ও বাংলা ট্রিবিউনের আবুল হাসান, গাজী টিভির মনিরুল ইসলাম দুলু, একাত্তর টিভির এনামুল হক, আর টিভির সোহাগ মোল্লা, প্রেস ক্লাবের সহ- সভাপতি ও দিনকালের একরামুল হক, সাংগঠনিক সম্পাদক সময়ের কন্ঠের ওমর ফারুক, কোষাধ্যক্ষ ও দক্ষিণাঞ্চল প্রতিদিনের শফিকুল ইসলাম শান্ত, নির্বাহী সদস্য ও পূর্বাঞ্চলের নুর আলম শেখ, আমার সংবাদ ও মোংলা টাইমসের চেয়ারম্যান হাফিজুর রহমান, খবরপত্রের ইলিয়াস হোসেন ও থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম।

এসময় সাংবাদিকরা নবাগত ওসি আনিসুর রহমানকে মোংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে কঠোর হস্তে দমন করার অনুরোধ করেন। এছাড়া শহরে মাদকের ভয়াবহতা শূন্যের কোঠায় আনতেও অনুরোধ করেন তারা।

ওসি আনিসুর রহমান গত ১৬ অক্টোবর মোংলা থানায় যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রামের পতেঙ্গা থানায় ওসি (তদন্ত) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply