ক্রীড়া ডেস্ক : চুক্তির আরও এক বছর বাকি থাকলেও ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামি ছেড়ে যাচ্ছেন জেরার্ডো মার্টিনো। এক সূত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনা কোচের অধীনেই নিয়মিত মৌসুমে শীর্ষস্থান দখল করেছিল মেজর লিগ ক্লাব সকার ইন্টার মায়ামি। তার পর প্লে-অফের প্রথর রাউন্ডে আটলান্টার কাছে অপ্রত্যাশিত হারে বিদায় নিয়েছে।
লিওনেল মেসির আগমনের পর গত জুনে মায়ামির কোচ হন জেরার্ডো ‘টাটা’ মার্টিনো। তার অধীনেই রূপান্তরের মধ্য দিয়ে গেছে মায়ামি। প্রথম মৌসুমে মায়ামির হয়ে জিতেছেন লিগস কাপ। এই বছরও দলটি আধিপত্য বিস্তার করে খেলেছে। সার্বিক রেকর্ড ধরে রেখে জিতেছে সাপোর্টার্স শিল্ড। যার কারণে আগামী বছর ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ মিলেছে।
চুক্তির আগেই মার্টিনোর এভাবে চলে যাওয়ার পেছনে কী কারণ তার বিস্তারিত জানা যায়নি। মায়ামি মঙ্গলবার শুধু বলেছে, নিজের বিদায়ের আগে শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন তিনি। সঙ্গে থাকবেন ক্লাবের অন্যতম মালিক হোর্হে মাস ও ফুটবল অপারেশন্সের প্রেসিডেন্ট রাউল সানলেহি।
মার্টিনো আগেও মেসির কোচ ছিলেন। বার্সেলোনায় ২০১৩-১৪ সালে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০১৪-১৬ সালে। সর্বশেষ ২০১৯-২০২২ সাল পর্যন্ত মেক্সিকোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে তার মেজর লিগ সকারে আগেও কাজ করার অভিজ্ঞতা আছে। আটলান্টা ইউনাইটেডে দুই বছর দায়িত্ব পালন করে জিতেছেন এমএলএস কাপ। ২০১৮ সালে জিতেছেন মেজর লিগ সকারের বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ডও।
Leave a Reply