মাদারীপুর : মাদারীপুরের শিবচরে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কলম বনিক (৫৬) পাঁচ্চর বাজারের বনিক ট্রেডার্সের মালিক ও ওই এলাকার অনিল বণিকের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিদিনের মতো পাঁচ্চর বাজারের মুদি দোকান বন্ধ করে সারাদিনের কেনাবেচার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন কমল। বাড়ির কাছাকাছি আসলে ৩-৪ জন মুখোশধারী দুর্বৃত্ত তাকে এলোপাতারি হাতুড়িপেটা করে। পরে মাথায় গুরুতর আঘাত পেলে মাটিতে পড়ে যায় কমল। এ সময় কমলের সাথে থাকা সোয়া ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে কমলের ডাকচিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কমলকে রাজধানীর ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ^াস দিয়েছে মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন।
মাদারীপুরে ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে টাকা ছিনতাই
প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০২৪, ১৪:১৮
Leave a Reply