মনপুরায় এলাকা ব্যবস্থাপনা পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়ন কর্মশালা

প্রকাশিতঃ অক্টোবর ২১, ২০২৪, ১৭:০৩

বরিশাল : ভোলার মনপুরায় নিঝুম দ্বীপে সামুদ্্িরক সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনা পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়ন কর্মশালা গতকাল সোমবার (২১ অক্টাবর) উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের (এমসিএমএফপি) উদ্যোগে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজন সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ব বিদ্যালয় প্রাণি বিদ্যা বিভাগের বেঙ্গল এলাসমো ল্যাবের গবেষনা সহকারি নাজিয়া হোসেন, মনপুরা কোস্ট গার্ড কমান্ডার এম. কাওছার হোসেন, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শেখ মো. সাঈফ উল হক চিশতি প্রমুখ।
কর্মশালায় সামুদ্রিক সংরক্ষিত এলাকার পরিধি ও বিস্তৃতি, মৎস্য আহরন ও বিপনন ব্যবস্থাপনা পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply