মঠবাড়িয়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রী উদ্ধার

প্রকাশিতঃ নভেম্বর ১৪, ২০২৪, ১৩:১২

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের ১৫ দিন পর মুনজিলা (১৪) নামের ৭ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। মুনজিলা আক্তার উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের মনির আকনের মেয়ে।

থানা সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর সকালে বাড়ি থেকে মুনজিলা নিখোঁজ হয়। পরে মুনজিলার বাবা মনির আকন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মঠবাড়িয়া থানার এসআই রঞ্জিত সরকার সংগীয় ফোর্স নিয়ে নারায়নগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় নারায়নগঞ্জের শহীদ নগর এলাকা থেকে ১০ নভেম্বর মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে মঠবাড়িয়া থানায় নিয়ে আসেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজের ১৫ দিন পর মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পরে বাবা মায়ের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply