মঠবাড়িয়ায় কলেজ ছাত্রকে অপহরণ :মুক্তিপণ দাবী

প্রকাশিতঃ অক্টোবর ১, ২০২৪, ১৪:২৫

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ইলিয়াস হাওলাদার নামে দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রকে অপহরণ শেষে মুক্তিপণ দাবীর অভিযোগ উঠেছে কতিপয় যুবকের বিরুদ্ধে। এঘটনায় ওই কলেজ ছাত্রের বড় বোন সালমা বেগম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে এহাজার নামীয় ৬জন ও অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। ইলিয়াস হাওলাদার মঠবাড়িয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও পৌরসভার আরামবাগ এলাকার আঃ হকের পুত্র।
সালমা বেগম জানান, সোমবার বিকেলে তার ছোট ভাই কলেজ ছাত্র ইলিয়াস পৌরসভার ৫নং ওয়ার্ডের আরামবাগ এলাকার গাজী বাড়ি মসজিদ সংলগ্ন রাস্তার উপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে কয়েকটি মটরসাইকেল যোগে মিশাত নামের এক যুবক দলবল নিয়ে ইলিয়াসকে মারধর করে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে কলেজ ছাত্র ইলিয়াসের ব্যবহৃত মোবাইল থেকে তার স্বামী বাদল হোসেনের কাছে ফোন দিয়ে অপহরণকারীরা দুই লক্ষ টাকা দাবী করে। একপর্যায়ে অপহরণকারীরা প্লাস দিয়ে ইলিয়াসের একটি দাঁত তুলে ফেলে এবং অন্য অনেকটি দাঁত তুলে ফেলার চেষ্টা চালায়। এসময় কলেজ ছাত্র ইলিয়াস ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসায় তাকে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ইলিয়সকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রাজীব জানান, এঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যহত আছে।

Leave a Reply