যশোর প্রতিনিধি : যশোরের ভৈরব নদী থেকে অজ্ঞাতনামা পুরুষের(৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কৈখালী মাথাভাঙ্গা মজুমদারের বাড়ির পাশে ভৈরব নদীর পানিতে স্থানীয়রা লাশ ভাসতে দেখে কোতোয়ালি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্তের কাজ করছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে নদীর পাশে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ দেখতে পায়। তার আনুমানিক বয়স ৫৫ বছর।পুলিশকে খবর দিলে যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করেন।
স্থানীয় এলাকাবাসী ধারণা করছেন, অজ্ঞতানামা পুরুষ ব্যক্তিকে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা ১/২ দিন আগে হত্যা করে ভৈরব নদীতে ফেলে দিয়েছে। মৃত ব্যক্তির শরীরে খয়েরি রংয়ের একটি টি-শার্ট এবং পরনের লুঙ্গি বাম হাত দিয়ে ধরে থাকতে দেখা গেছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী মৃত ব্যক্তিকে এখনও সনাক্ত করতে পারেননি।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাম পরিচয় ও ঘটনা পাওয়া যায়নি। তবে পুলিশ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্তের পরে মৃত্যুর রহস্য নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply