ভারতের আপত্তিতে বদলালো পরিকল্পনা, বাংলাদেশেও আসছে ট্রফি

প্রকাশিতঃ নভেম্বর ১৭, ২০২৪, ১৪:৫৪

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর কেন্দ্র করে ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ভারতের আপত্তিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মোজাফফরবাদে যাচ্ছে না ট্রফি।

ভারতের আপত্তির কারণে ট্রফি ট্যুরের বিস্তারিত চূড়ান্ত হতে সময় লাগছিল। শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে ট্রফির বিশ্ব ভ্রমণের গতিপথ। শনিবার শুরু হয়েছে ট্রফি ট্যুর। প্রথম দিন রাজধানী ইসলামাবাদের সুপরিচিত স্থাপনায় সেটা প্রদর্শন করা হয়েছে। ট্রফির সঙ্গে থাকবেন কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার।

প্রথম লেগে ইসলামাবাদের পর ট্রফিটি পাকিস্তানের বিভিন্ন স্কুল, কলেজ এবং অ্যাবোটাবাদ, মুরি ও করাচির সুপরিচিত স্থাপনায় নেওয়া হবে। তার পরই বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে সাতটি দেশে যাবে ট্রফি। যার তালিকাও প্রকাশ করেছে আইসিসি।

শুরুতে ২৬ থেকে ২৮ নভেম্বর আফগানিস্তান ভ্রমণের পর ট্রফিটি বাংলাদেশে আসবে ১০ ডিসেম্বর। এখানে ট্রফি প্রদর্শনী হবে ১৩ তারিখ পর্যন্ত। তার পর ১৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা, ২৫ ডিসেম্বর অস্ট্রেলিয়া, ৬ জানুয়ারি নিউজিল্যান্ড, ১২ জানুয়ারি ইংল্যান্ড ঘুরে ১৫ জানুয়ারি ভারতে পৌঁছাবে। সেখান থেকে ২৭ জানুয়ারি আবার পাকিস্তান পৌঁছাবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ট্রফি ট্যুরের কাজে সহযোগিতা করছে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড। অবশ্য ট্রফি ভ্রমণের বিস্তারিত চূড়ান্ত হলেও এখনও এটা নিশ্চিত হওয়া যায়নি পাকিস্তানে টুর্নামেন্টের কতটুকু অংশ আয়োজিত হবে।

শুরুতে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ট্রফি ট্যুরের তারিখ ও স্থান ঘোষণা করেছিল। কিন্তু পর দিন মোজাফফরবাদকে কেন্দ্র করে শুক্রবার এ নিয়ে নিজেদের আপত্তির কথা আইসিসিকে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারই প্রেক্ষিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানীকে ভ্রমণ সূচি থেকে বাদ দেওয়া হয়েছে।

Leave a Reply