ভয়েজ ডেস্ক : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. শওকত আলী।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক ড. মো. শওকত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯৪ সালে ফলিত গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে ২০০৩ সালে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক পদে যোগ দেন শওকত আলী। তিনি বর্তমানে ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply